Ajker Patrika

ময়দান গোছাচ্ছেন সাদপন্থী মুসল্লিরা

গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৬: ৩১
ময়দান গোছাচ্ছেন সাদপন্থী মুসল্লিরা

মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের অংশগ্রহণে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী শুক্রবার। আগামী রোববার পর্যন্ত এই পর্ব চলবে।

এদিকে গতকাল মঙ্গলবার ময়দান বুঝে নেওয়ার পরই সাদপন্থী আয়োজক সদস্যরা ইজতেমার ময়দান আগত মুসল্লিদের ব্যবহারের উপযোগী করতে কাজ শুরু করেছেন।

এতে সহযোগিতা করছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) ও জেলা প্রশাসন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার এক দিন পর গতকাল দুপুরে গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান ইজতেমা ময়দানের দায়িত্ব তাবলিগের জুবায়েরপন্থীর মুরব্বি মাহফুজ হান্নানের কাছ থেকে বুঝে নেন। পরে তিনি তাবলিগের সাদ কান্ধলভী (সাদপন্থী) মোহাম্মদ আব্দুস সালামের কাছে ময়দানের দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাসিকের সচিব আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুল করিম, গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. ইব্রাহিম।

সাদপন্থী মুরব্বি মোহাম্মদ আব্দুস সালাম  জানান, দ্বিতীয় পর্বে অংশ নিতে চার হাজার বিদেশি মুসল্লি বর্তমানে ঢাকার বিভিন্ন মসজিদে অবস্থান করছেন। এই পর্বে প্রায় ১০ হাজার বিদেশি মুসল্লি অংশ নেবেন।

গাসিকের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, ‘ইজতেমায় জরুরি পরিচ্ছন্নতা সেবাদানের জন্য সিটি করপোরেশনের সার্বক্ষণিক গারবেজ ট্রাকসহ প্রায় ৬০০ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। দ্বিতীয় পর্বের আয়োজকদের চাহিদামতো প্রস্তুতিতে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত