Ajker Patrika

ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ

সিলেট সংবাদদাতা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ৩৮
Thumbnail image

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার ছাত্রলীগ নেতা এহসান আহমদ ও ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে রাধারানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

অনুষ্ঠানে নগরীর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ হাসান রাব্বীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শুয়েব আহমদ শুয়েব, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ কে এ লায়েক, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ডা. মঞ্জুর মোর্শেদ অসীম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রকিব হোসেন মামুন।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া যুবলীগের সভাপতি মো. আবুল আবদাল চৌধুরী, শ্রমিক লীগ নেতা আব্দুর রব হাজারী, এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি শামসুদ্দিন আহমেদ, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদ, ছাত্রলীগ নেতা সাইফ উদ্দিন সাজন, সুমন আহমদ, আব্দুল্লাহ, মিজান আহমেদ জীবন, জাবের, রাকিব, সুমন, নাজিম উদ্দিন, রুবেল আহমেদ, মারজান, শাহেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত