Ajker Patrika

নারী ভোটারদের দীর্ঘ সারি

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৬
নারী ভোটারদের দীর্ঘ সারি

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে সিলেটের দুই উপজেলার ২০ ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। গতকাল রোববার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা।

সকালের দিকে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সারি দীর্ঘ হতে থাকে। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে নারীদের। জেলার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার ২০ ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। ২১টিতে ভোট হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতার কারণে গোলাপগঞ্জ উপজেলার বুধবারিবাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

বিয়ানীবাজার উপজেলার আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মাতিউরা, তিলপাড়া, মুল্লাপুর, মুড়িয়া, লাওতা ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে গোলাপগঞ্জ উপজেলার ১০টিতে নির্বাচন হয়েছে। সেগুলো হলো-গোলাপগঞ্জ, ফুলবাড়ী, লক্ষ্মীপাশা, বাঘা, ঢাকাদক্ষিণ, লক্ষণাবন্দ, ভাদেশ্বর, পশ্চিম আমুড়া, উত্তর বাদেপাশা, শরীফগঞ্জ ইউনিয়ন। সীমানা জটিলতায় স্থগিত করা হয় বুধবারিবাজার ইউপির ভোট।

২০ ইউপিতে চেয়ারম্যান পদে ১০১ জন, সংরক্ষিত নারী সদস্য ও সদস্য পদে ৯২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০৩টি কেন্দ্রে ভোটার ছিলেন ৩ লাখ ৬৭ হাজার ৪৮৯ জন। গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের ভোটার আশিক আহমদ বলেন, স্থানীয় নির্বাচন হওয়ায় প্রার্থীরা সবাই সবার পরিচিত। তাই ভোটে মানুষের আগ্রহ বেশি ছিল। কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকায় অবাধ ও নিরপেক্ষ ভোট হয়েছে। বিগত জাতীয় সংসদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশনসহ নির্বাচনগুলোতে ভোটকেন্দ্র ফাঁকা থাকলেও স্থানীয় এ নির্বাচনে দেখা গেছে ভিন্ন চিত্র। ভোট কেন্দ্রে ভোটার খরা কাটিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, নানা কারণে বেশির ভাগ কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করে নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০ ইউনিয়নের প্রতিটিতে ৫ জন ম্যাজিস্ট্রেট কাজ করেছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন। সংঘর্ষ কিংবা সংঘাতের ঝুঁকিতে থাকা কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি থাকায় ভোট শান্তিপূর্ণ হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত