Ajker Patrika

‘অ্যালা হামরা কোনঠে থাইমো বাহে ’

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫: ৪২
‘অ্যালা হামরা কোনঠে থাইমো বাহে ’

কাছুয়ানী বেওয়া সকালে বের হয়ে এবাড়ি ওবাড়ি ভিক্ষা করে যা পান, সন্ধ্যায় তা নিয়ে নিজের ঝুঁপড়িতে ফেরেন। এরপর কুপি জ্বালিয়ে দুমুঠো চাল সেদ্ধ করে খেয়ে শুয়ে পড়েন। সকাল হলে আবার বেরিয়ে পড়েন মানুষের দ্বারে দ্বারে।

কাছুয়ানীর ঝুপড়ি ঘরটি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর বড়লই বাংলাবাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর অবস্থিত। সম্প্রতি তাঁর ঝুপড়িসহ এমন অসহায় পরিবারগুলোর ঝুপড়ি ও চালাঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পাউবো। এরই মধ্যে মাইকিং করা হয়েছে। সাত দিনের মধ্যে এসব স্থাপনা সরাতে হবে। এতে অসহায় বোধ করে কাছুয়ানী বলেন, ‘হামারগুলার তো কোনো জাগাজমি নাই। অ্যালা তোমায় কন হামরা কোনঠে থাইমো বাহে।’

পাউবোর নির্দেশের পর বিপাকে পড়েছেন বাঁধে বসবাসকারী কাছুয়ানীসহ ৫০ পরিবারের লোকজন। তাঁরা কী করবেন ভেবে পাচ্ছেন না।

কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যারা পাউবোর বেড়িবাঁধে ঘরবাড়ি ও অবৈধ স্থাপনা তৈরি করেছেন তাঁদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। দ্রুততম সময়ে আমরা সেখানে বাঁধ সম্প্রসারণের কাজ শুরু করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

অগ্নিকাণ্ডের ক্ষতি পোষাতে শাহজালাল বিমানবন্দরে নিজেরাই গুদাম বানাচ্ছেন পোশাক রপ্তানিকারকেরা

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল

ফেসবুকে জামায়াতের রাজনীতি নিয়ে মন্তব্য, তোপের মুখে ওসি

‘শিক্ষক’ পেশা দিয়ে নিজের পাসপোর্ট বানান পাসপোর্টের শাহিনুর, চাকরিচ্যুতির আগেই চান অব্যাহতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ