Ajker Patrika

ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ০৯
ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

নোয়াখালীতে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা ও তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ খেত মজুর ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধন হয়। গতকাল শনিবার দুপুর ১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, সহসভাপতি আজহার উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক দিদার উদ্দিন, বেলাল বাঙালি, আমান উল্যাহ আমান ও সেলিম উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে দুর্গাপূজার সময় দুষ্কৃতকারীদের হামলার ঘটনায় জনসাধারণের নিরাপত্তার বিষয়টি দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। এ হামলার দায় কেউ এড়াতে পারে না।

এ সময় অবিলম্বে হামলাকারী ও তাঁদের মদদ দাতাদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত