Ajker Patrika

মোংলায় শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৩: ২৬
মোংলায় শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় নিজের ১৩ বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে (৪০) গ্রেপ্তার করেছে মোংলা থানা-পুলিশ। গত বুধবার বিকেলে পৌরসভা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

শিশুটির মা জানান, তাঁরা মোংলা পোর্ট পৌরসভা এলাকায় থাকেন। গত মঙ্গলবার বিকেলে তাঁর স্বামী ব্লেড হাতে নিয়ে ভয় দেখিয়ে তাঁর মেয়েকে (১৩) ধর্ষণ করেন। এর আগের দিন সোমবারও একইভাবে শিশুটিকে ধর্ষণ করেন অভিযুক্ত।

শিশুটির মা মোংলা ইপিজেডের একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। বাসায় ফিরে মেয়েকে অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর মেয়েটি সবকিছু তাঁকে বলে।

বিষয়টি বুধবার দুপুরে পুলিশকে জানায় শিশুটির মা। এরপর পুলিশ এ ঘটনায় ওই দিন বিকেলে শিশুটির বাবাকে গ্রেপ্তার করে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর অভিযুক্ত নিজের শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসির তালিকায় যুক্ত নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’

‘আমি আওয়ামী লীগ করি, এটাই অপরাধ’

প্রতারণার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার: মান্না

সময়ক্ষেপণ করবেন না, আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন— প্রধান উপদেষ্টাকে জামায়াত

বিদ্যুতের লাইন ঠিক করার কথা বলে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ