Ajker Patrika

অতিরিক্ত ক্লাসের নামে অর্থ নেওয়ার অভিযোগ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৫: ৪০
অতিরিক্ত ক্লাসের নামে অর্থ নেওয়ার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে সরকারি কে. বি. পাইলট মডেল হাইস্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ক্লাসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। এতে অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন, অতিরিক্ত ক্লাস নেওয়ার সরকারি নিয়ম রয়েছে এবং কম খরচে ক্লাস নেওয়া হচ্ছে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন অতিরিক্ত ক্লাস নেওয়ার কোনো নিয়ম নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ৪ হাজারেরও বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে। প্রতি শিক্ষার্থীর জন্য অতিরিক্ত ক্লাস বাধ্যতামূলক করেছেন প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। এর জন্য শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা হারে ফি দিতে হবে। অথচ স্কুলের সরকারি মাসিক বেতন মাত্র ১০ টাকা।

অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী বলে, ‘আমাদের মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত তিন মাসের শিট দেওয়া হয়েছে। প্রতি মাসের শেষে এই শিটের মধ্যে থেকে পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার জন্য ৫০ টাকা ফি দিতে হবে। এক মাস ক্লাসের জন্য সঙ্গে আরও ৬০০ টাকা দিতে হবে।’

ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মা বলেন, স্কুলে অতিরিক্ত ক্লাস নেওয়া শুরু হয়েছে। আমার দুই ছেলে। বড় ছেলে কে. বি. স্কুলে আর ছোট ছেলে কিন্ডারগার্টেনে পড়াশোনা করছে। আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। ভেবেছিলাম বড় ছেলেকে সরকারি স্কুলে ভর্তি করেছি। কম টাকায় লেখাপড়া করাতে পারব। কিন্তু স্কুল থেকে বলা হয়েছে অতিরিক্ত ক্লাস বাধ্যতামূলক করতে হবে। এ জন্য প্রতি মাসে পরীক্ষার ফিসহ ৬৫০ টাকা দিতে হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, ‘করোনার কারণে আড়াই বছর ছেলেমেয়েদের পড়ালেখায় অনেক ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি পূরণের জন্য এবং পড়াশোনার মান উন্নয়নের জন্য শিক্ষকদের নিয়ে স্কুলের নির্ধারিত ক্লাসের বাইরে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করি। অতিরিক্ত ক্লাস নেওয়ার সরকারি বিধান বা নীতিমালা রয়েছে। সপ্তাহে তিন দিন ক্লাস নিয়ে ১ হাজার ২০০ টাকা ফি নেওয়ার বিধানও রয়েছে। কিন্তু সপ্তাহে ৬ দিন অতিরিক্ত ক্লাস করিয়ে মাত্র ৬শ টাকা ফি নেওয়া হচ্ছে।’

মো. নুরুল ইসলাম আরও বলেন, ‘ছেলেমেয়েদের ভালো ফলাফলের জন্য পুরো বছরই অতিরিক্ত ক্লাস চালিয়ে যেতে চাই। তবে, যদি অসচ্ছল কোনো অভিভাবক আমাকে জানান আমি টাকা মওকুফের ব্যবস্থা করে দেব।’

স্কুলের সভাপতি ও ইউএনও মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, সরকারিভাবে অতিরিক্ত ক্লাস নেওয়ার কোনো নিয়ম নেই। বেআইনিভাবে অতিরিক্ত ক্লাসের নামে টাকা নেওয়াও বেআইনি। তবে, দুর্বল শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ ক্লাস নেওয়া যেতে পারে। স্বেচ্ছায় যদি কোনো শিক্ষার্থী ক্লাস করতে চায়, সেটা অন্য বিষয়। তবে বাধ্যতামূলক বা কারও ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। এ নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত