সম্পাদকীয়
ঊনবিংশ শতাব্দীতে ভারতীয় মুসলমানদের রাজনৈতিক জাগরণের উদ্যোক্তা ছিলেন সৈয়দ আমীর আলী। তিনি ছিলেন একাধারে শিক্ষক, ইতিহাস লেখক, সমাজসংস্কারক এবং কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি।
১৮৪৯ সালের ৬ এপ্রিল ভারতের উড়িষ্যা রাজ্যের কটকে জন্মগ্রহণ করেন সৈয়দ আমীর আলী। শৈশবে গৃহশিক্ষকের কাছে কোরআন, আরবি ও ফারসি শেখেন তিনি। পরে কলকাতা ও হুগলি মাদ্রাসায় লেখাপড়া করেন। ১৮৬৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৮৬৮ সালে ইতিহাসে এমএ পাস করেন। এলএলবি শেষ করে সরকারি বৃত্তি নিয়ে লন্ডনে পড়তে যান।
১৯৭৩ সালে ভারতে ফিরে আইন পেশা শুরু করেন কলকাতা হাইকোর্টে। পরের বছর প্রেসিডেন্সি কলেজে ইসলামি আইন বিভাগের প্রভাষক পদে যোগ দেন। ১৮৭৮ সালে তিনি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হন। ১৮৮১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হন।
সৈয়দ আমীর আলী ১৮৭৭ সালে ‘সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন। তিনি মুসলিম নারীদের অধিকারের বিষয়ে সোচ্চার ছিলেন। একজন প্রগতিশীল মানুষ হিসেবে তিনি সব সময় ইসলামে নারীর মর্যাদা ও অধিকারের বিষয় নিয়ে বলতেন এবং লিখতেন।
তিনি ১৮৮৪ সালে লন্ডনের এক গির্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বী ইসাবেলা ইডা কনস্ট্যামকে বিয়ে করেন। তাঁর জীবনে ইসাবেলার প্রভাব ছিল সবচেয়ে বেশি।
সৈয়দ আমীর আলীর গ্রন্থের মধ্যে ‘দ্য স্পিরিট অব ইসলাম’ ও ‘আ শর্ট হিস্টোরি অব দ্য সারাসিনস’ বিখ্যাত। এই দুটি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। অন্য উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো—‘এথিক্স অব ইসলাম’, ‘ইসলাম’, ‘মোহামেডান ল’, ‘দ্য পার্সোনাল ল অব দ্য মোহামেডান’, ‘দ্য লিগ্যাল পজিশন অব উইমেন ইন ইসলাম’, ‘সিভিল প্রসিডিউর ইন ব্রিটিশ ইন্ডিয়া’, ‘আ কমেন্ট্রারি অন দ্য বেঙ্গল টেনান্সি অ্যাক্ট’ ও ‘দ্য ল অব এভিডেন্স অ্যাপলিকেবল অব ব্রিটিশ ইন্ডিয়া’ ইত্যাদি।
মুসলিম সমাজসংস্কারক এই মানুষটি ১৯২৮ সালের ৩ আগস্ট ৭৯ বছর বয়সে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন।
ঊনবিংশ শতাব্দীতে ভারতীয় মুসলমানদের রাজনৈতিক জাগরণের উদ্যোক্তা ছিলেন সৈয়দ আমীর আলী। তিনি ছিলেন একাধারে শিক্ষক, ইতিহাস লেখক, সমাজসংস্কারক এবং কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি।
১৮৪৯ সালের ৬ এপ্রিল ভারতের উড়িষ্যা রাজ্যের কটকে জন্মগ্রহণ করেন সৈয়দ আমীর আলী। শৈশবে গৃহশিক্ষকের কাছে কোরআন, আরবি ও ফারসি শেখেন তিনি। পরে কলকাতা ও হুগলি মাদ্রাসায় লেখাপড়া করেন। ১৮৬৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৮৬৮ সালে ইতিহাসে এমএ পাস করেন। এলএলবি শেষ করে সরকারি বৃত্তি নিয়ে লন্ডনে পড়তে যান।
১৯৭৩ সালে ভারতে ফিরে আইন পেশা শুরু করেন কলকাতা হাইকোর্টে। পরের বছর প্রেসিডেন্সি কলেজে ইসলামি আইন বিভাগের প্রভাষক পদে যোগ দেন। ১৮৭৮ সালে তিনি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হন। ১৮৮১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হন।
সৈয়দ আমীর আলী ১৮৭৭ সালে ‘সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন। তিনি মুসলিম নারীদের অধিকারের বিষয়ে সোচ্চার ছিলেন। একজন প্রগতিশীল মানুষ হিসেবে তিনি সব সময় ইসলামে নারীর মর্যাদা ও অধিকারের বিষয় নিয়ে বলতেন এবং লিখতেন।
তিনি ১৮৮৪ সালে লন্ডনের এক গির্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বী ইসাবেলা ইডা কনস্ট্যামকে বিয়ে করেন। তাঁর জীবনে ইসাবেলার প্রভাব ছিল সবচেয়ে বেশি।
সৈয়দ আমীর আলীর গ্রন্থের মধ্যে ‘দ্য স্পিরিট অব ইসলাম’ ও ‘আ শর্ট হিস্টোরি অব দ্য সারাসিনস’ বিখ্যাত। এই দুটি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। অন্য উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো—‘এথিক্স অব ইসলাম’, ‘ইসলাম’, ‘মোহামেডান ল’, ‘দ্য পার্সোনাল ল অব দ্য মোহামেডান’, ‘দ্য লিগ্যাল পজিশন অব উইমেন ইন ইসলাম’, ‘সিভিল প্রসিডিউর ইন ব্রিটিশ ইন্ডিয়া’, ‘আ কমেন্ট্রারি অন দ্য বেঙ্গল টেনান্সি অ্যাক্ট’ ও ‘দ্য ল অব এভিডেন্স অ্যাপলিকেবল অব ব্রিটিশ ইন্ডিয়া’ ইত্যাদি।
মুসলিম সমাজসংস্কারক এই মানুষটি ১৯২৮ সালের ৩ আগস্ট ৭৯ বছর বয়সে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪