Ajker Patrika

ইসলাম গ্রহণে বলপ্রয়োগ নয়

ড. এ এন এম মাসউদুর রহমান
আপডেট : ০১ জুন ২০২২, ১৬: ১৮
ইসলাম গ্রহণে বলপ্রয়োগ নয়

ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। যে এর সুধা পান করেছে সে দোজাহানে ধন্য হয়েছে। নবী-রাসুল ও ইসলাম প্রচারকদের বৈশিষ্ট্য হলো, তারা অন্য ধর্মাবলম্বীদের ইসলামের মর্মবাণী সাবলীলভাবে বুঝিয়ে থাকেন এবং সুন্দরভাবে দাওয়াত দেন। আল্লাহ তাআলা তাঁর নবীকে লক্ষ্য করে বলেন, ‘তুমি তোমার রবের পথে প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সঙ্গে বিতর্ক করো।’ (সুরা নাহল: ১২৫)

তাঁরা কখনো কারও ওপর চাপ প্রয়োগ করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি অথবা এ ব্যাপারে বাড়াবাড়ি করেননি। বরং মহানুভবতা ও সুন্দর আচরণের মাধ্যমে ইসলামের প্রতি তাদের আকৃষ্ট করেছেন। আল্লাহ বলেন, ‘দ্বীন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। নিশ্চয়ই হেদায়াত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে।’ (সুরা বাকারা: ২৫৬) তিনি আরও বলেন, ‘আর তুমি তাদের ওপর কোনো বলপ্রয়োগকারী নও। সুতরাং যে আমার ধমককে ভয় করে তাকে কোরআনের সাহায্যে উপদেশ দাও। (সুরা কাফ: ৪৫) তিনি আরও বলেন, ‘অতএব, তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র। তুমি তাদের ওপর শক্তি প্রয়োগকারী নও।’ (সুরা গাশিয়া: ২১-২২)

নবী-রাসুল ও ধর্মপ্রচারকদের দায়িত্ব কেবল অবস্থার চাহিদানুসারে অন্যকে উপদেশ দেওয়া এবং আল্লাহর বাণী পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর উপদেশ যদি ফলপ্রসূ হয় তাহলে উপদেশ দাও; যে ভয় করে সেই উপদেশ গ্রহণ করে। আর নিতান্ত হতভাগ্যই তা এড়িয়ে যাবে। (সুরা আলা: ৯-১১) তিনি আরও বলেন, ‘আর যদি তোমরা তার আনুগত্য করো, তবে তোমরা হেদায়াতপ্রাপ্ত হবে। আর রাসুলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। (সুরা নুর: ৫৪)

তাই ইসলাম গ্রহণে কোনো চাপ বা বলপ্রয়োগ নয়, বরং সুন্দর ব্যবহার ও উদারতার মাধ্যমে অন্যদের ইসলামে আকৃষ্ট করাই ধর্মপ্রচারকদের একান্ত দায়িত্ব ও কর্তব্য।

লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত