Ajker Patrika

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৪

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৯: ০৫
টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফে বিজিবির চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে ৫০ হাজার ইয়াবা, নারী ও রোহিঙ্গাসহ চার ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের শীলখালী বিজিবির চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালিয়ে ওই সব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ গুদারবিল এলাকার মো. আলী আহমদের ছেলে মো. জিহাবুল (২০), কায়ুক খালী এলাকার মো. নুর ইসলামের স্ত্রী মনোয়ার বেগম (২৮), মনির আহমদের স্ত্রী মোছা. ঘাসিনা বেগম (৩৫) ও জাদিমোড়া ২৬ নম্বর শিবিরের মৃত সাকেরের ছেলে মো. রবিউল আলম (২০)।

২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, বিজিবির নিয়মিত তল্লাশিকালে কক্সবাজারগামী একটি গাড়ি থেকে ওই চারজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। এরই পরিপ্রেক্ষিতে অধিকতর তল্লাশি চালিয়ে পায়ের উপরিভাগে অভিনব পদ্ধতিতে লাগানো মোট চারজনের কাছে ৫০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

অধিনায়ক জানান, জব্দকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত