Ajker Patrika

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির প্রতীকী অনশন

সৈয়দপুর (নীলফামারী) ও গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১২: ৪৭
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির প্রতীকী অনশন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর ও গাইবান্ধায় বিএনপি প্রতীকী অনশন করেছে। গতকাল বুধবার সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

পৌর কমিটির আহ্বায়ক শেখ বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সদস্যসচিব শাহিন আকতার শাহিন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান।

বক্তব্য দেন, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম জনি, উপজেলা কমিটির আহ্বায়ক রেজাউল করিম লোকমান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, মনোয়ার হোসেন সরকার। উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মতি, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দীন বাদল, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুল চৌধুরী, বোতলাগাড়ী ইউনিয়নের আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কার্জন প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতির কারণে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে দ্রব্যমূল্য। আর খেসারত দিতে হচ্ছে জনগণকে। গুটিকয়েক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দফায় দফায় বৃদ্ধি ও সুযোগ-সুবিধার মাধ্যমে প্রশাসনের সমর্থন ধরে রেখেছে।

তাঁরা আরও বলেন, আর বেশি দিন এভাবে চলতে পারে না। এ দেশে কোনো স্বৈরাচার টিকতে পারেনি। এই সরকারও পারবে না। অচিরেই জনবিক্ষোভে তছনছ হয়ে যাবে জুলুমবাজদের তাসের ঘর।

গাইবান্ধা: জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতীকী অনশন ভাঙান সাবেক সাংসদ সাইফুল আলম সাজা। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহসভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, আলমগীর সাদুল্যা দুদু, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, বিপুল কুমার দাস, এসএম কামাল হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত