Ajker Patrika

কালিয়ায় পরাজিত সদস্য প্রার্থীকে কুপিয়ে জখম

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭: ৫১
কালিয়ায় পরাজিত সদস্য প্রার্থীকে কুপিয়ে জখম

বিজয়ী সদস্য প্রার্থীর সমর্থকদের লাঞ্ছিত করায় নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) পরাজিত সদস্য প্রার্থী কামরুল ফকিরকে (৫০) কুপিয়ে জখম করেছে বিজয়ী সদস্য প্রার্থীর সমর্থকেরা।

আহতকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।। গত সোমবার রাতে উপজেলার সুমেরুখোলা গ্রামে ওই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার ইউপি নির্বাচনে পরাজিত হওয়ার পর কামরুল ফকির বিজয়ী প্রার্থী মনিরুল ইসলামের দুই সমর্থককে গত সোমবার সকালে লাঞ্ছিত করেন। এর জের ধরে বিজয়ী প্রার্থী মনিরুল ইসলামের ৮- ১০ জন সমর্থক কামরুল ফকিরের ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া বলেছেন, ঘটনাটিতে কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে করতে পুলিশের অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত