Ajker Patrika

মোবাইল আমদানির নামে অবৈধ ওয়াকিটকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫: ২২
মোবাইল আমদানির নামে অবৈধ ওয়াকিটকি

হাতে কালো রঙের ওয়াকিটকি, গায়ে র‍্যাব কিংবা ডিবির জ্যাকেট—এমন পোশাকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ছিনতাই-ডাকাতিতে সম্পৃক্ত থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অনেকেই গ্রেপ্তার হয়েছেন। এবার র‍্যাবের হাতে ধরা পড়েছেন প্রতারণার কাজে ব্যবহৃত সরঞ্জাম সরবরাহকারী একটি চক্রের পাঁচ সদস্য। মোবাইল ফোন আমদানির আড়ালে তাঁরা মূলত ওয়াকিটকি আমদানি করতেন। এখন পর্যন্ত এক হাজারেরও বেশি ওয়াকিটকি দেশে বিক্রি করেছে চক্রটি।

গতকাল রোববার কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, কিছুদিন আগে পল্টন থেকে ১৬টি ওয়াকিটকি সেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এরই সূত্র ধরে রোববার ভোরে বিটিআরসির সহযোগিতায় অভিযান চালিয়ে সায়েদাবাদ, মণিপুরিপাড়া, রাজারবাগ ও শেওড়াপাড়া এলাকায় ওয়াকিটকি সেটের অবৈধ আমদানি, মজুত, বিক্রির অভিযোগে চক্রটিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন চক্রের মূলহোতা মেহেদী হাসান (২৭), মো. সাদিক হাসান (২৬), মো. ফয়সাল (২৩), তালিবুর রহমান (২৪) ও মো. ফারুক হাসান (৫৯)। তা ছাড়া গোলাম মোহাম্মদ ফেরদৌস নামে একজন পলাতক রয়েছেন।

অভিযানে বিভিন্ন মডেলের ৩১৭টি ওয়াকিটকি সেট, ১১৬টি মোবাইল ফোন ও ৫ হাজার ২৪৪টি বিভিন্ন প্রকার এক্সেসরিজ জব্দ করা হয়। বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। গ্রেপ্তারদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তেজগাঁও থানায় মামলা হবে।

মাহ্ফুজুর রহমান বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন মোতাবেক ওয়াকিটকি ব্যবহারের জন্য কোনো প্রকার লাইসেন্স বা তরঙ্গ গ্রহণ করেননি গ্রেপ্তাররা।

র‍্যাব-১০ এর অধিনায়ক বলেন, চট্টগ্রামের কিছু অপরাধী চক্রের সদস্য বিদেশ থেকে এগুলো আমদানি করছিলেন। এরপর বিভিন্ন অপরাধী চক্রের কাছে বিক্রি করা হতো। এখন পর্যন্ত চক্রটি ১ হাজার ১৫০টি ওয়াকিটকি সেট অবৈধভাবে বিক্রি করা হয়েছে। অথচ এগুলো সাধারণের ব্যবহারের সুযোগ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত