Ajker Patrika

পাকা ঘরের স্বপ্ন, টাকা সবই গেল

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭: ১৫
Thumbnail image

ফুলপুরে ১ লাখ টাকায় পাকা ঘর নির্মাণ করে দেওয়ার নামে ছয় দরিদ্র কৃষকের কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই টাকা নিয়ে লাপাত্তা আল আমিন নামের ওই ব্যক্তি। তিনি নিজেকে ইসলামিক ফাউন্ডেশনের চাকরিজীবী পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদে ফেলেন ওই কৃষকদের। এ ঘটনায় ফুলপুর থানায় অভিযোগ করেছেন সাইদুল ইসলাম নামে এক ভুক্তভোগী।

ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়া ইউনিয়নের সলঙ্গা গ্রামে। পাশ্ববর্তী গ্রামের বাসিন্দা আল আমিন। অভিযোগে জানা গেছে, আল আমিন প্রথমে দুই হাজার ইট সাইদুলের বাড়িতে পাঠিয়ে আস্থা অর্জন করে। পরে সাইদুল ইসলামের মাধ্যমে আরও পাঁচ দরিদ্র কৃষকের কাছ থেকে হাতিয়ে নেন পাঁচ লাখ টাকা।

সাইদুল ইসলাম বলেন, ‘আল আমিনের সঙ্গে আমার ছেলে সোলায়মানের পরিচয় ছিল। সেই সুত্রে এক বছর আগে সে আমাকে বলে, বিদেশি সহায়তায় ইসলামিক ফাউন্ডেশন গৃহহীনদের পাকা ঘর করে দিচ্ছে। তবে তাদের এক লাখ টাকা দিতে হবে। প্রথমে রাজি না হলেও পরে ছেলের বন্ধুত্বের কথা ভেবে টাকা দিই। এর তিন দিন পর আমার বাড়িতে ইট পাঠিয়ে দেয়।’

সাইদুল আরও জানান, বিষয়টি আমার কাছে জেনে আশপাশের কয়েকজন টাকা দিতে রাজি হয়। এভাবে সে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়। এর পর থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছে না। এলাকার মাতব্বর ও চেয়ারম্যান-মেম্বারের কাছে বিচার চাইলে আল আমিন টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও এখনো দেয়নি।

আরেক ভুক্তভোগী শহীদ মিয়া বলেন, ‘কুড়ে ঘরে থেকে পাকা বাড়ির স্বপ্ন দেখেছিলাম। নিজের সব সম্বল আরেকজনের হাতে তুলে দিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে আল আমিন বলেন, ‘আমি এত টাকা নিইনি। অনেকের টাকা ফেরত দিয়ে দিয়েছি। বাকি টাকাও ফেরত দেব। আমি ইসলামিক ফাউন্ডেশনের কেউ না। এক বন্ধুর মাধ্যমে ঘরের বিষয়টি জেনেছি।’

বালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে কয়েকবার সালিশ হয়। আল আমিন টাকা ফেরত দেয়নি।’

ফুলপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত