Ajker Patrika

মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৭: ০০
মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে

গৌরীপুরে আলোচিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মফিজুল ইসলাম খান স্বাক্ষরিত ৩০ নভেম্বরের চিঠিতে মামলাটি হস্তান্তর করা হয়।

২০২০ সালের ১৭ অক্টোবর গৌরীপুর মধ্যবাজার পান মহালে রাত ১০টার দিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে শুভ্রকে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যামামলা করেন। মামলায় ১৯ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় জেলা গোয়েন্দা পুলিশ।

মামলায় আসামি করা হয় উপজেলা বিএনপির একাংশের যুগ্ম-আহ্বায়ক ও ১ নম্বর মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ (৩৯), গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম (৫৫), সৈয়দ তৌফিকুল ইসলাম (৪১), সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল (৩৮), মাসুদ পারভেজ কার্জন (২৭), গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব আহমেদ রেজা (২৮), উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক (৩০), খাইরুল ইসলাম (৩০), ছাত্রদল কর্মী রিফাত (২৫), মো. আবু হানিফা (৩০), উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (২৮), যুবদল কর্মী মজিবুর রহমান (৩০), ছাত্রদল কর্মী শরীয়তউল্লাহ ওরফে সুমন (৩৩) ও যুবদল কর্মী রাসেল মিয়া (৩২), কামাল মিয়া (৩৫), মাঈন উদ্দিন (২০), শরীফুল ইসলাম (২২), রুহুল আমিন (২৮) ও শাজাহান মিয়াকে (২৫)।

ময়মনসিংহ কোর্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রসূন কান্তি দাস জানান- শুভ্র হত্যা মামলার ১৯ আসামির মধ্যে ১৬ জন জামিনে, ২ জন কারাগারে ও ১ জন পলাতক আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত