Ajker Patrika

আফ্রিকাফেরত ৭ জনের বাড়িতে লাল পতাকা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৮
আফ্রিকাফেরত ৭ জনের বাড়িতে লাল পতাকা

করোনাভাইরাসে নতুন ধরন ‘ওমিক্রনের’ সংক্রমণ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকাফেরত সাত প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কসবা, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলায় এসব বাড়িতে লাল পতাকা টানায় উপজেলা প্রশাসন। এ সময় তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়।

চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন কসবা উপজেলার ৫ জন আর বাঞ্ছারামপুর ও নবীনগরের একজন করে। এ তথ্য পেয়ে তৎপর হয় উপজেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল দুপুরে কসবা, নবীনগর ও বাঞ্ছারামপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি গিয়ে এসব নির্দেশনা দেওয়া হয়।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ-উল-আলম সরেজমিন দক্ষিণ আফ্রিকা আগত প্রবাসীদের বাড়িতে যান। তাঁদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবাসীদের বাড়িতে গিয়ে তাঁদের সতর্ক করা হয়েছে এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ নমুনা সংগ্রহ করে পরীক্ষার কথা বলা হয়েছে।

জেলা সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, সোমবার আফ্রিকা থেকে আগতদের তালিকা স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে। তালিকায় দেওয়া তথ্য অনুযায়ী সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার ৭ জন প্রবাসী রয়েছেন, যাঁরা দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন। তাঁদের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। বিদেশ থেকে আগতদের কোনো উপসর্গ থাকলে নমুনা সংগ্রহ করা হবে। করোনার অস্তিত্ব ধরা পড়লে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত