Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর, আহত ৩

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৯: ১১
স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর, আহত ৩

ঢাকার ধামরাইয়ে বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বি এম মাসুদ রানার ওপর হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে ইউনিয়নের খাগাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাসুদ রানার গাড়ি ভাঙচুরসহ তাঁর তিন সমর্থককে মারধর করা হয়েছে। বাইশাকান্দায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান মিজান এ হামলা করেছেন বলে দাবি মাসুদের।

বি এম মাসুদ রানা বলে, ‘সোমবার রাতে খাগাইল এলাকায় প্রচার শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ ১৫-২০টি মোটরসাইকেল আমার গাড়ির গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই লাঠি দিয়ে গাড়ির সব গ্লাস ভেঙে ফেলে এবং চালকের ওপর হামলা চালায়। তখন আমি দৌড় দিই ও চিৎকার করি। পরে এলাকার লোকজন এসে আমাকে উদ্ধার করেন।’

মাসুদবলেন, ‘এ ঘটনা আমি নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনকে অবগত করেছি। পরে ধামরাই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

অধ্যাপক মিজানুর রহমান মিজান বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনার সত্যতা ও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারত কেন বেজার

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

মব সৃষ্টি করে নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

এলাকার খবর
Loading...