Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর, আহত ৩

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৯: ১১
স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর, আহত ৩

ঢাকার ধামরাইয়ে বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বি এম মাসুদ রানার ওপর হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে ইউনিয়নের খাগাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাসুদ রানার গাড়ি ভাঙচুরসহ তাঁর তিন সমর্থককে মারধর করা হয়েছে। বাইশাকান্দায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান মিজান এ হামলা করেছেন বলে দাবি মাসুদের।

বি এম মাসুদ রানা বলে, ‘সোমবার রাতে খাগাইল এলাকায় প্রচার শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ ১৫-২০টি মোটরসাইকেল আমার গাড়ির গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই লাঠি দিয়ে গাড়ির সব গ্লাস ভেঙে ফেলে এবং চালকের ওপর হামলা চালায়। তখন আমি দৌড় দিই ও চিৎকার করি। পরে এলাকার লোকজন এসে আমাকে উদ্ধার করেন।’

মাসুদবলেন, ‘এ ঘটনা আমি নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনকে অবগত করেছি। পরে ধামরাই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

অধ্যাপক মিজানুর রহমান মিজান বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনার সত্যতা ও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত