Ajker Patrika

হারির টাকা ও জমি ফেরত দেওয়ার দাবি

সাতক্ষীরা ও শ্যামনগর প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২১: ৪১
হারির টাকা ও জমি  ফেরত দেওয়ার দাবি

পাঁচ বছরের চুক্তি শেষ হওয়ার পর আরও দুই বছর পার হলেও হারির টাকা ও জমি ফেরত পাচ্ছেন না সাতক্ষীরার শ্যামনগরের সাকিব আল হাসান এগ্রো ফার্মের জমির মালিকেরা। এতে মানবেতর জীবনযাপন করছেন ৪০ বিঘা জমির অন্তত ১৬ জন মালিক।

উপায়ন্তর না পেয়ে হারির টাকা ও জমি ফেরত পেতে মানববন্ধন করেছেন তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দাতিনাখালীতে অবস্থিত সাকিব আল হাসান এগ্রো ফার্মের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৬ সালে ১২ হাজার টাকা বার্ষিক চুক্তিমূল্যে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার সগীর হোসেন পাভেল ও ব্যবসায়ী এমদাদের সঙ্গে চুক্তির মাধ্যমে সাকিব আল হাসান এগ্রো ফার্মের নামে জমি লিজ দেন তারা। যার মেয়াদ ছিল ২০২০ সাল পর্যন্ত। চুক্তির মেয়াদ দুই বছর আগে শেষ হয়ে গেলেও পরবর্তী সময়ের জন্য জমির মালিকদের হারির টাকা দেওয়া হয়নি। একই সঙ্গে জমিও ফেরত দিচ্ছে না প্রতিষ্ঠানটি।। বর্তমানে প্রতিষ্ঠানটি জমির মালিকদের অগোচরে অন্যত্র হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তারা। অবিলম্বে হারির টাকা ও জমি ফেরত দেওয়ার দাবি জানান তাঁরা।

এ সময় বক্তব্য রাখেন জমির মালিক খালেক ঢালী, এনছার ঢালী, মোহর আলী কয়াল, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাকিব আল হাসানের ব্যবসায়ীক অংশীদার সগীর হোসেন পাভেল বলেন, ‘বর্তমানে ফার্মটির সঙ্গে সাকিব আল হাসান আর নেই। আমরা যাবতীয় পাওনা মিটিয়ে দেওয়ার জন্য দুই মাস সময় চেয়েছিলাম। কিন্তু তাঁর আগেই জমির মালিকেরা এসব করছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত