Ajker Patrika

এখনই মাহমুদউল্লাহর ভাবনায় আরেকটি বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ০৮
এখনই মাহমুদউল্লাহর ভাবনায় আরেকটি বিশ্বকাপ

মাসখানেক আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। মূল পর্বের পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছে দল। ব্যর্থতার বৃত্ত ভাঙা যায়নি পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও। ধারাবাহিক হতশ্রী পারফরম্যান্সে সমালোচনার ঝড় এখনো চলছে। এর মধ্যেই আগামী বিশ্বকাপ নিয়ে চিন্তায় পড়ে গেছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অধিনায়কের দুশ্চিন্তার কারণ ব্যাটিংয়ের দৈন্যদশা। তা ছাড়া আগামী বছর অক্টোবরে বিশ্বকাপ হবে উপমহাদেশের বাইরে; অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে। ধুঁকতে থাকা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ খুব কঠিন। যদিও মাহমুদউল্লাহর ভাবনা একটু অন্যরকম। আশার কথাই শোনালেন তিনি। তাঁর বিশ্বাস, ব্যাটাররা ভালো কিছু করতে পারলে অস্ট্রেলিয়া বিশ্বকাপে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

গতকাল মিরপুরে একাডেমি কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমকে মাহমুদউল্লাহ বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আমার কাছে অস্ট্রেলিয়ার কন্ডিশন খুবই ভালো। বাউন্স থাকে, পেস থাকে। আগেও বলেছি আমাদের ব্যাটিং বিভাগকে আরও ভালো করতে হবে। বোলিং ধারাবাহিকভাবে ভালো হচ্ছে। কিছু ছোটখাটো জিনিস আছে, ওগুলো আমরা যদি সামনের সিরিজগুলোতে উন্নতি করতে পারি, তাহলে আমরা (বিশ্বকাপে) ভালো কিছু অর্জন করতে পারব।’

টানা ব্যর্থতায় বিশ্বকাপ পর্যন্ত মাহমুদউল্লাহর অধিকায়কত্ব ধরে রাখা কঠিন। যদিও এসব নিয়ে একদমই ভাবছেন না তিনি, ‘অবশ্যই ভালো খেলার পরিকল্পনা করি। সবসময় ইতিবাচক জিনিসগুলো নিয়ে চিন্তা করতে পছন্দ করি। আগেও আমরা ফিরে এসেছি। এবারও পারব ইনশাআল্লাহ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত