Ajker Patrika

নয়ারহাট ইউপিতে ভোট গ্রহণের সুপারিশ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২: ৩৫
নয়ারহাট ইউপিতে ভোট গ্রহণের সুপারিশ

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউপির নির্বাচন সীমানা জটিলতা মামলায় স্থগিত হয়। ওই ইউপিতে ভোট গ্রহণের জন্য গত ১৯ জানুয়ারি নির্বাচন কমিশনে সুপারিশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম। তদন্ত কমিটির পর্যালোচনার ভিত্তিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মতামত অনুযায়ী এই সুপারিশ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম সুপারিশের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ব্রহ্মপুত্র নদের ভাঙনে নয়ারহাট ইউপির ৪,৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিলীন হয়ে যাওয়ায় ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাঈদ হোসেন সীমানা নির্ধারণে হাইকোর্টে রিট দায়ের করেন। এতে ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চিলমারী উপজেলার ছয়টি ইউপির মধ্যে পাঁচটিতে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পরে স্থগিত নয়ারহাট ইউপির সরেজমিনে পর্যালোচনামূলক একটি তদন্ত প্রতিবেদনের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির পর্যালোচনা শেষে জেলা প্রশাসক বরাবর একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক নির্বাচন অনুষ্ঠানে মতামত পেশ করেন। জেলা প্রশাসকের মতামত অনুযায়ী উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম নয়ারহাট ইউপির নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সুপারিশ করেন।

এদিকে রিটকারী আবু সাইদ হোসেন বলেন, ‘তদন্ত কমিটির পর্যালোচনার ভিত্তিতে জেলা প্রশাসকের মতামত অনুযায়ী যে সুপারিশ করা হয়েছে তা হাইকোর্টের দায়েরকৃত রিটের সঙ্গে মিল নেই।’

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমরা সরেজমিনে তদন্ত করে নির্বাচন কমিশনে সুপারিশ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত