Ajker Patrika

রকস্টার আইয়ুব বাচ্চুকে নিয়ে টিপুর গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

প্রয়াত রকস্টার আইয়ুব বাচ্চুকে নিয়ে গান গাইলেন অবসকিউরের ভোকাল সাইদ হাসান টিপু। ‘একটা ছিল গানের মানুষ বাঁচত নিজের শর্তে/শব্দ ছোঁয়ায় হৃদয়ে দোলা লাগিয়ে দিত রক্তে’—এমন কথায় গানটি লিখেছেন কলকাতার কবি অমিত গোস্বামী। সুর করেছেন কলকাতার দূর্বাদল বিশ্বাস। টিপুর সঙ্গে দূর্বাও কণ্ঠ দিয়েছেন গানটিতে।

ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় আইয়ুব বাচ্চুর সঙ্গে অনেক স্মৃতি টিপুর। আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে গান গাওয়ার ইচ্ছাটাও তাঁর অনেক দিনের। এ গান দিয়ে টিপুর সে ইচ্ছা পূরণ হচ্ছে। গানটি তৈরির গল্প জানতে চাইলে টিপু জানান, ‘অবসকিউরের নতুন অ্যালবামের কাজ করতে কিছুদিন আগে বাংলাদেশে এসেছিল অমিত আর দূর্বা। হঠাৎ অমিত আমার হাতে একটা গান দিয়ে বলল, দেখো তো এটা বাচ্চু ভাইকে নিয়ে লিখেছি। গানটি পড়ে ভালো লাগে আমাদের। দূর্বা বলল, দাদা আমি সুর করি। সঙ্গে সঙ্গে গানটির সুর হলো। ট্র্যাক রেডি হওয়ার পর খুলনা থেকে আবীর এল গিটার বাজাতে। দূর্বা প্রথমে গাইল, পরে আমি। তিন দিন লাগল গানটি তৈরি করতে। গানটির মধ্যে বাচ্চু ভাইয়ের “হাসতে দেখো” আর “সুখেরই পৃথিবী” গান দুটির কিছু অংশ আছে। আমরা সবাই খুব পছন্দ করেছি গানটি।’
গানটি আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনাকেও শুনিয়েছেন টিপু। এ বিষয়ে তিনি বলেন, ‘গান শুনে ভাবি মুগ্ধ হয়েছেন। টানা পাঁচবার শুনেছেন তিনি। আমি তাঁকে বললাম, গানটি নিয়ে আমরা এগোতে পারব কি না। সম্মতি দিয়ে তিনি বললেন, চোখ বন্ধ করে এগোতে পার তোমরা।’

গানটি আগামী দুই-তিন দিনের মধ্যেই স্পটিফাইতে রিলিজ করা হবে। এরপর ভিডিও নির্মাণ করে ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন টিপু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত