Ajker Patrika

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে ইরাদ সিদ্দিকী

গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১১: ৪১
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে ইরাদ সিদ্দিকী

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। ঝিনাইদহ জেলায় করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গত সোমবার তাঁকে গ্রেপ্তার করে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলে পুলিশ। শুনানি শেষে তাঁকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান।

গত সোমবার বিকেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার নিয়ে কটূক্তির অভিযোগে ২০১৬ সালে ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একাধিক মামলা করা হয়। এর মধ্যে ঝিনাইদহ সদর থানায় করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই গ্রেপ্তারি পরোয়ানায় সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর কোর্ট পুলিশের নন-জিআর শাখার উপপরিদর্শক (এসআই) আমিনুল হক জানান, সোমবার বিকেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে তোলা হয়। পরে আদালতে তাঁর পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আসামিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এসআই বলেন, এ সময় আদালত মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও আদালতের নথি ঝিনাইদহের সংশ্লিষ্ট আদালতে পাঠানোর আদেশ দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এখন আইন অনুযায়ী সংশ্লিষ্ট মামলায় তাঁকে গাজীপুর কারাগার থেকে ঝিনাইদহের কারাগারে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত