Ajker Patrika

চান্দিনা মুক্ত দিবস উদ্‌যাপন

চান্দিনা প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ০৬
চান্দিনা মুক্ত দিবস উদ্‌যাপন

চান্দিনা মুক্ত দিবস উদ্‌যাপন করা হয়েছে। গতকাল রোববার চান্দিনা উপজেলায় এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।

এতে চান্দিনা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মালেক সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন সরকার, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র দাস, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা, মোহাম্মদ হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান মো. আল আমিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত