Ajker Patrika

আবারও ছোট পর্দায় আবির

আবারও ছোট পর্দায় আবির

একসময় বাংলা ধারাবাহিকের নিয়মিত মুখ ছিলেন আবির চট্টোপাধ্যায়। ‘বহ্নিশিখা’, ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’সহ অনেক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে ‘ক্রস কানেকশন’ দিয়ে পা রাখেন সিনেমায়। এরপর সিরিয়ালে না থাকলেও ‘সারেগামাপা’সহ বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। অনেক বছর পর আবির আবারও দেখা দিচ্ছেন সিরিয়ালের পর্দায়।

সান বাংলা চ্যানেলের ‘সাথী’ সিরিয়ালে শুরু হয়েছে বিনোদনের মহাপার্বণ। মাসজুড়ে প্রতি সপ্তাহে এ সিরিয়ালে দেখা যাবে নানা চমক। তারই মধ্যে এক সপ্তাহে বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে আবিরকে। নায়ক ওমের (ইন্দ্রজিৎ বসু) কলেজের সিনিয়রের চরিত্রে দেখা যাবে তাঁকে। সিরিয়ালে তাঁর চরিত্রের নামও আবির।
আবিরের হোলি পার্টিতে অংশ নেওয়ার জন্য সান্যাল পরিবারের সবাইকে আমন্ত্রণ জানায় ওম। ওম ঠিক করে, সেই পার্টিতে কিছু ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে, যাতে বৃষ্টির (অনুমিতা দত্ত) স্মৃতি ফিরে আসে। পার্টিতে এক আততায়ী বৃষ্টিকে মারার চেষ্টা করে। সেই আততায়ীর মুখোমুখি হয় আবির। সান বাংলায় আগামী সোমবার থেকে এই বিশেষ পর্বগুলো প্রচার করা হবে।

আবির চট্টোপাধ্যায় বলেন, ‘এই সিরিয়ালে ঠাম্মির চরিত্রে আমার মা (রুমকি চট্টোপাধ্যায়) অভিনয় করছেন। তাই সাথীর সেট আবার কাছে অনেকটা পারিবারিক বিষয়।’ সান বাংলায় বাংলাদেশ সময় প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ‘সাথী’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত