Ajker Patrika

আ.লীগ নেতা ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

ত্রিশাল প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৭
Thumbnail image

ত্রিশাল উপজেলা আওয়ামী লীগে প্রতিষ্ঠাকালীন নেতা ফজলুল হক ফকিরের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

পরিবার ও স্থানীয় আ. লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ফজলুল হক ১৯৭৯ সালে নজরুল ডিগ্রি কলেজছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। এ ছাড়া ১৯৭৩ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচিত হন।

ত্রিশালের ঐতিহ্যবাহী শুকতারা সংঘের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯২ সালের ৪ ডিসেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফজলুল হক।

জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নবী নেওয়াজ সরকার বলেন, এই নেতা তাঁর সাহসী নেতৃত্বের কারণে নেতা-কর্মীর হৃদয়ে আজও বেঁচে আছেন।

ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ বলেন, ‘তাঁর ধ্যান-জ্ঞান ছিল বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের পক্ষের সরকার গঠন করা।’

সাংসদ রুহুল আমীন মাদানী বলেন, ‘যদি কেউ দলের গভীরে ঢোকে তাহলেই খুঁজে পাবে প্রকৃত আদর্শের ফজলুল হক ফকিরকে। তারুণ্যের অনেকের অচেনা নেতা ফজল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত