Ajker Patrika

ইউপি সদস্য পদে স্বামী-স্ত্রী দুজনই প্রার্থী

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৬: ৫৩
ইউপি সদস্য পদে স্বামী-স্ত্রী দুজনই প্রার্থী

আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে কুষ্টিয়ার ভেড়ামারায় ধরমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে স্বামী ও সংরক্ষিত মহিলা সদস্য পদে স্ত্রী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

স্বামী-স্ত্রী নির্বাচনে প্রার্থী হওয়ায় এলাকার চায়ের দোকান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোচনার খোরাক হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, উপজেলার ধরমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী সাবেক মেম্বার মামুন উদ্দিন মিয়া ও ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী পলি খাতুন। তাঁরা দুজনেই নির্বাচনে পৃথকভাবে প্রচারণা চালাচ্ছেন।

স্থানীয় ভোটার জাহাঙ্গীর ও বিপুল এ বিষয়ে বলেন, ‘৪ নম্বর ওয়ার্ডের মানুষ মামুন উদ্দিন মিয়াকে সাধারণ মানুষ জোর করে প্রার্থী করেছেন। তিনি জনপ্রিয় হওয়া সত্ত্বেও পরে আর ভোট করেননি। এলাকার মানুষের চাপে সংরক্ষিত পদে তাঁর সঙ্গে স্ত্রী পলি খাতুনকে নির্বাচন করান। পলি সেই জয়লাভ করে।’

ভোটার রোকেয়া খাতুন বলেন, ‘পলি আপার কাছে যে ধরনের সেবা স্বচ্ছতা অতীতে পেয়েছিলাম, বর্তমানে তা থেকে আমরা বঞ্চিত। তাই আবার পলি আপাকে বাধ্য করেছি নির্বাচন অংশ নেওয়ায়।’

প্রার্থী মামুন উদ্দিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ মানুষ সেবা ও সালিস-বিচার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছি। মানুষ চায় সেবা, নিরপেক্ষ সালিস, সরকারি বরাদ্দের সুষ্ঠু বণ্টন ও জবাবদিহি।’

পলি খাতুন বলেন, ‘আমার স্বামী দাঁড়ানোর পর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী ভোটাররা আমাকেও নির্বাচনে অংশ নিতে বাধ্য করেন। তাঁদের চাওয়ায় দুজনেই নির্বাচন অংশ নিয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ভারত যে পারমাণবিক বোমা ফেলেনি, পাকিস্তানের বুঝতে সময় লেগেছে ৩০-৪৫ সেকেন্ড

সরকারি চাকরি অধ্যাদেশ: বরখাস্তের দণ্ড বদলে বাধ্যতামূলক অবসর

‘ভিআইপি রুম না পেয়ে’ হোটেল বারে ভাঙচুর, যুবদলের পদ হারালেন মনির হোসেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত