Ajker Patrika

কিশোরগঞ্জে ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৫
কিশোরগঞ্জে ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা আটক

কিশোরগঞ্জে ৩ হাজার ৮৫০ ইয়াবা বড়িসহ এনামূল হক নামের এক পুলিশের উপপরিদর্শককে (এএসআই) আটক করেছে র‍্যাব। গত বুধবার সন্ধ্যা ৭টা দিকে কিশোরগঞ্জ জেলা শহরের কাছাকাছি যশোদল ইউনিয়নের সিদ্ধেশ্বরী কালীবাড়ী রেলগেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এনামুল হক জেলার ইটনা থানায় কর্মরত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘মোটরসাইকেলে যাওয়ার সময় কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা সিদ্ধেশ্বরী রেলগেট এলাকা থেকে এনামুল হককে আটক করা হয়। পরে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ৩ হাজার ৮৫০ ইয়াবা পাওয়া যায়।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বলেন, ‘এনামূল হককে ইয়াবাসহ আটক করা হয়েছে বলে র‍্যাব আমাকে জানিয়েছে।’

ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা বলেন, এনামুল দীর্ঘ আড়াই মাস মেডিকেল ছুটিতে ছিলেন। তাঁর গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায়। এনামুলের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মামলায় করে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত