Ajker Patrika

মার্কাই মুখ্য নয়, ব্যক্তি ইমেজও ব্যাপার: আইভী

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ০৮
মার্কাই মুখ্য নয়, ব্যক্তি ইমেজও ব্যাপার: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার দুপুরে জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে আইভীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের নেতারা।

মনোনয়নপত্র দাখিল শেষে আইভী তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী বিষয়ে নানান মন্তব্য করেন। এ সময় তৈমূর আলম খন্দকারের নির্বাচনে আসা নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও জানিয়ে দেন।

আইভী বলেন, ‘দল আমাকে মনোনীত করেছে। কে মাঠে কোন মার্কা নিয়ে আসবে সেটা আমার দেখার ব্যাপার না। আমার আস্থা আমার জনগণের ওপর। মার্কাটাই মুখ্য ব্যাপার নয়, এখানে ব্যক্তি ইমেজও একটা ব্যাপার আছে। দেখা যাক কী হয়, ইনশাল্লাহ।’

নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হবে এমন আশাবাদ ব্যক্ত করে আইভী বলেন, ‘ইভিএমে ভোট গ্রহণ নিয়ে আমার কোনো আপত্তি নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সেটা বোঝা যাবে। নির্বাচনের এক সপ্তাহ আগে থেকেই বোঝা যায় যে জনগণ কাকে চাচ্ছে। কাকে ভোট দিতে চাচ্ছে। ইভিএম কোনো বাধা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি না।’

দলের ভেতরে থাকা আইভী বিরোধিতা ক্ষতির কারণ হতে পারে কি না, এমন প্রশ্নে বলেন, ‘গত সপ্তাহে জেলা ও মহানগর আওয়ামী লীগ আমাকে সমর্থন দিয়েছে। ব্যক্তিবিশেষ একটু নাখোশ থাকতেই পারে। এটা এই রকম দোষের কিছু না। আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় দল। সেখানে দু-একজন ব্যক্তিগতভাবে আমাকে পছন্দ করতে না পারে। তাতে বড় কোনো ক্ষতি হয়ে যাবে বলে আমি মনে করি না। দিন শেষে সবাই নৌকার পালে হাওয়া লাগাবে বলে আমার বিশ্বাস।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত