Ajker Patrika

নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে ধস্তাধস্তি, পুলিশের ফাঁকা গুলি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে ধস্তাধস্তি, পুলিশের ফাঁকা গুলি

জামালপুরের সরিষাবাড়ীতে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। অবস্থা বেগতিক দেখে চারটি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, উপজেলার আদ্রা আব্দুল গফুর জয়নাল আবেদীন আলিম মাদ্রাসার উপাধ্যক্ষসহ ছয়টি পদে চলতি বছরের জুনে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। আরামনগর কামিল মাদ্রাসায় নিয়োগ প্রার্থীদের পরীক্ষা গ্রহণের স্থান নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল ছিল নিয়োগ প্রার্থীদের পরীক্ষা নেওয়ার দিন।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আদ্রা আব্দুল গফুর জয়নাল আবেদীন মাদ্রাসায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়।

কিন্তু গতকাল সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এসে তালা ঝুলতে দেখতে পায় কর্তৃপক্ষ। বিষয়টি মাদ্রাসার সভাপতি ও পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াতুল আলম মুকুল পুলিশ নিয়ে মাদ্রাসায় আসেন। পরে পুলিশ ও সভাপতির উপস্থিতিতে ওই তালা ভেঙে ফেলা হয়। তালা ভেঙে ফেলার কিছুক্ষণ পরে একটি পক্ষ আরামনগর কামিল মাদ্রাসায় পরীক্ষা গ্রহণের দাবি জানায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়। এ সময় অবস্থা বেগতিক দেখে চারটি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাদ্রাসা ও এর আশপাশে পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশি পাহারায় বিকেলের দিকে নিয়োগ পরীক্ষার কার্যক্রম শেষ করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাফর আলী খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারটি ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে মাদ্রাসা প্রাঙ্গণে পুলিশ মোতায়েনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়।

আব্দুল গফুর জয়নাল আবেদীন আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মঞ্জুরুল ইসলাম বলেন, ছয়টি পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরীক্ষার স্থান আরামনগর কামিল মাদ্রাসার পরিবর্তে নিজস্ব প্রতিষ্ঠানে করা হয়। পরীক্ষা শুরুর আগে একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

এলাকার খবর
Loading...