Ajker Patrika

জামিনে ফিরে ওসির সঙ্গে সাক্ষাৎ আসামির

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৪: ২৪
জামিনে ফিরে ওসির সঙ্গে সাক্ষাৎ আসামির

রামপালের আওয়ামী লীগ নেতা ফিরোজ শেখ হত্যা মামলার আসামি বেল্লাল ব্যাপারী হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসে থানার ওসি মোহাম্মদ সামসুউদ্দীনের সঙ্গে বাসায় দেখা করেছেন। পরে তাঁকে পুলিশ দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কাষ্টবাড়ীয়া এলাকায় এক সংবাদ সম্মেলন করে এমনটা জানিয়েছেন নিহত ফিরোজ শেখের স্ত্রী নাজমা বেগম।

এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

লিখিত বক্তব্যে নাজমা বেগম বলেন, ‘গত ১৭ ডিসেম্বর প্রকাশ্যে আমার স্বামী ফিরোজ শেখকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে এ হত্যাকাণ্ডের নেপথ্যের নায়ক বেল্লাল ব্যাপারীসহ ৬০ জনের নাম উল্লেখ করে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করি। বেল্লাল হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসে এলাকায় ঘোরাফেরা করছেন। তিনি জামিন নিয়ে প্রথমে এলাকায় না এসে রামপাল থানার ওসির সঙ্গে দেখা করেছেন। এরপর ওসি থানার একজন এসআই দিয়ে তাঁকে একটি মাইক্রোবাসে করে নিরাপত্তা দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছেন।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘জামিনে এলাকায় এসে বেল্লাল ব্যাপারী আবারও তাঁর লোকজন নিয়ে সুসংগঠিত হচ্ছে। আমি প্রতিনিয়ত চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আমি আমার স্বামী হত্যার সুষ্ঠু বিচারের দাবি করছি।’

তবে অভিযোগের বিষয়ে রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, ‘এটা সঠিক নয়। বেল্লাল জামিন নিয়ে এসে রিকল জমা দিয়ে গেছেন। সেতো কোনো ভিআইপি নয়। কোনো এসআই তাকে বাড়িতে পৌঁছাতে প্রটেকশনও দেননি। এসব সম্পূর্ণ মিথ্যা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত