Ajker Patrika

হোসেনপুরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১১: ৩১
হোসেনপুরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

কিশোরগঞ্জের হোসেনপুরে চালককে খুন করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার সুরাটি বাজারের পাশের বালুয়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোচালক মোশারফ হোসেন (২৪) উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে মোশারফ হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে রাস্তায় বের হন। ওই দিন রাতে হাজীপুর-গোবিন্দপুর পাকা রাস্তার সুরাটি বাজারের বালুয়া পুকুরপাড় এলাকায় কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে তাঁর অটোরিকশার গতিরোধ করে।

অটোরিকশার চাবি কেড়ে নিতে চাইলে দুর্বৃত্ত ও মোশারফের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা মোশারফ হোসেনকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় গতকাল বুধবার সকালে নান্দাইল-হোসেনপুর সড়কে বিক্ষুব্ধ জনতা মোশারফ হোসেন হত্যার বিচারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেন।

কিশোরগঞ্জ জেলা বাসদের (মার্কসবাদী) নেতা ও গোবিন্দপুর অটোশ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি আলাল মিয়া সমাবেশে বলেন, ‘অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

মোশারফের মা রাশিদা খাতুন বলেন, ‘আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের সুষ্ঠু বিচার চাই।’

স্ত্রী বিউটি আক্তার বলেন, ‘দেড় বছরের শিশুকন্যা মরিয়মকে নিয়ে আমি কীভাবে বাঁচব?’

পরিবারের একমাত্র উপার্জনশীল ছেলের খুনের সংবাদ পেয়ে বৃদ্ধ পিতা সুলতান মিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে এখনো কোনো মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত