Ajker Patrika

দশমিনায় শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৫: ৫৮
দশমিনায় শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সালিস বৈঠকে এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া উঠেছে। উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের এক ব্যক্তির স্ত্রী সন্তানদের নামে বিরূপ মন্তব্য করার অভিযোগে তাঁকে মারধর করা হয়। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকের নাম আব্দুর রব (৫৫)। তিনি রনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, শিক্ষক মো. আব্দুর রবের বিরুদ্ধে এক ব্যক্তির স্ত্রী সন্তানদের নামে বিরূপ মন্তব্য করার অভিযোগে গত ১৪ জানুয়ারি স্থানীয় ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যানের পক্ষে বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম মৃধা, ইউনিয়ন যুবলীগ সভাপতি মনির বিশ্বাস, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার বাবুল গাজী এবং ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেনের উপস্থিতিতে গত বৃহস্পতিবার রাতে সালিস বৈঠক হয়। একপর্যায়ে ওই শিক্ষকের ওপর হামলা করা হয়। হামলায় গুরুতর আহত শিক্ষককে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সালিস বৈঠকের প্রধান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম মৃধা বলেন, সালিস বৈঠক শেষ হওয়ার আগেই ওই গৃহবধূর চাচাতো ভাই জাহাঙ্গীর হামলা চালায় শিক্ষকের ওপর।

বেতাগী সানকিপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু বলেন, ওই শিক্ষককে চিকিৎসা নিতে বলেছি এবং উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছি।

আহত আবদুর রব মাস্টার বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে সালিস বসানো হয়। আমি বর্তমানে অসুস্থ। সুস্থ হয়ে আইনের আশ্রয় গ্রহণ করবো।

অভিযুক্ত জাহাঙ্গীর বলেন, আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে শিক্ষক সব সময় বিরূপ মন্তব্য করেন। সালিসে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। তাঁকে মারধর করা হয়নি।

দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত