Ajker Patrika

যোগ্য ব্যক্তিদের ভোটে এজেন্ট করার আহ্বান

গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১২: ৫৯
যোগ্য ব্যক্তিদের ভোটে এজেন্ট করার আহ্বান

গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অহেতুক ঝামেলা এড়াতে ভোটের ব্যাপার ভালো বোঝা ব্যক্তিদের এজেন্ট করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ ও বিশেষ আইনশৃঙ্খলা সভায় এই আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান। তিনি বলেন, ভোটের দিন যদি কোনো প্রার্থী কোনো প্রকার ঝামেলার সৃষ্টি করেন ও নির্বাচনী নীতিমালা না মানেন, তিনি যত বড় দলের নেতা হোক না কেন, প্রশাসন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

জেলা প্রশাসক প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘গঙ্গাচড়ার মানুষ অনেক ভালো। আপনারা যাঁরা প্রার্থী আছেন, এমন কিছু করবেন না যাতে ভোট গ্রহণে সমস্যা সৃষ্টি হয়। আপনারা ভোট গ্রহণের দিন কেন্দ্রে এমন লোকদের এজেন্ট দেবেন যিনি এসব ব্যাপারে ভালো বুঝেন। ভোট শেষে আপনাদের এজেন্ট ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকে আপনাদের ভোটের হিসাব বুঝে নেবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলীমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আচরণবিধি উপস্থাপন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সোহাগ। এতে উপজেলার ৯ ইউপি নির্বাচনের চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মধুসূদন রায় ও আবু তৈয়ব মো. আরিফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা প্রমুখ।

এর আগে একই জায়গায় প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সব প্রিসাইডিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আসিব বলেন, ‘নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হবে। এ জন্য প্রলোভন ও স্বজনপ্রীতি পরিহার করে সব প্রিসাইডিং কর্মকর্তাকে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। তবেই আমরা গঙ্গাচড়া উপজেলাবাসীকে সর্বজন গ্রহণীয় ও সমাদৃত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপহার দিতে পারব। যার মাধ্যমে উপজেলাবাসীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে।’

সভায় জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী জানান, নির্বাচনকে সহিংসতামুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত