Ajker Patrika

গুইমারায় পাঁচ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৯
Thumbnail image

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের ৫ সদস্যকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে গুইমারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনি ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক পুলুশ্যে মারমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি চয়ন শীল, ধর্মবিষয়ক সম্পাদক দুর্জয় দেব, বিজ্ঞান ও তথ্যবিষয়ক সম্পাদক গনেশ দে, সাহিত্যবিষয়ক সম্পাদক সঞ্জয় দে ও সদস্য নিশান চৌধুরী দলের সিনিয়র নেতাদের সঙ্গে অশালীন আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন। এতে ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ন করেছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জনি ভট্টাচার্য আজকের পত্রিকাকে জানান, প্রেস বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৫ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অশালীন আচরণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের দল হতে অব্যাহতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত