Ajker Patrika

নকলায় ভর্তি ইচ্ছুকদের মধ্যে লটারি

নকলা (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৬
নকলায় ভর্তি ইচ্ছুকদের মধ্যে লটারি

শেরপুরের নকলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি–ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বিদ্যালয় চত্বরে এ লটারি অনুষ্ঠিত হয়।

লটারি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, ভর্তি–ইচ্ছুক ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ১৮০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৪৯৭ টি। এর মধ্যে ১৫টি সংরক্ষিত আসন (মুক্তিযোদ্ধা ১১, শিক্ষক ৩ ও প্রতিনিধি ১) বাদ রেখে ১৬৫টি আসনে লটারি অনুষ্ঠিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত