Ajker Patrika

শাবিতে গবেষণা কেন্দ্রের বার্ষিক সম্মেলন শুরু

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১৫: ০৪
Thumbnail image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গবেষণা কেন্দ্রের দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় অনলাইনে সম্মেলন উদ্বোধন করা হয়। 
সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আবু তাহের বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ জন্য গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, কারিকুলাম পরিবর্তনসহ বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ও গবেষণার প্রাণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম খান চৌধুরী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন শাবি গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত