Ajker Patrika

বিসিবির সিদ্ধান্তে একমত সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে এরই মধ্যে ভারতে চলে গেছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলে বাকি দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস আইপিএল খেলতে যাবেন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই। সাকিব জানিয়েছেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের খেলতে হবে।

গতকাল শুভেচ্ছাদূত হিসেবে একটি মোটরসাইকেল কোম্পানির অনুষ্ঠানে সাকিব সাংবাদিকদের বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড যখন জানতে চায়, কখন কখন আমরা খেলতে পারব, পুরো সময় পাওয়া যাবে কি না। তখন বোর্ড থেকেই তাদের জানিয়ে দেওয়া হয় যখন আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা থাকবে, তখন যাওয়ার অনুমতি দেবে না। ওভাবেই আমরা এনওসি পাচ্ছি। মোস্তাফিজ যদি টেস্ট দলে থাকত, তাহলে সেও (দেশে) থাকত। সে যেহেতু টেস্ট দলে নেই, এ কারণে যেতে পেরেছে।’

গতকাল আইপিএলে সাকিব-লিটনের দল কলকাতার শুরুটা হয়েছে হার দিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত