Ajker Patrika

কুয়াকাটায় মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৩: ২৭
কুয়াকাটায় মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় ঐতিহাসিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোরে পুণ্যস্নানের মধ্য দিয়ে মহাসম্মেলন সম্পন্ন হয়।

শুক্রবার সন্ধ্যায় পর্যটন হলিডে হোমস প্রাঙ্গণে এ সম্মেলনের উদ্বোধন করেন শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিলন কেন্দ্রীয় কমিটি, শ্রীধাম ওড়াকান্দির সভাপতি মহামতুয়াচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর।

শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে পুর্নব্রক্ষ পুর্নাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১০তম শুভ আবির্ভাব উৎসব, প্রভুপাদ শ্রীশ্রী পতিচাঁদ প্রসন্ন ঠাকুরের স্মৃতি স্মরণে মতুয়া মহাসম্মেলন ও সমুদ্রে পুণ্যস্নানের আয়োজন করা হয়।

শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বাবু অনন্ত মুখার্জি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পটুয়াখালী-৪ আসনের সাংসদ মহিবুর রহমান মহিব বলেন, ‘ বঙ্গবন্ধু সব ধর্ম-বর্ণের মানুষকে সমান অধিকার দিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আপনাদের হিন্দু সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করেছেন।’

বিশেষ অতিথি ছিলেন বিশ্বনন্দিত কণ্ঠশিল্পী মতুয়া নকুল কুমার বিশ্বাস প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত