Ajker Patrika

কানের দুল ছিনিয়ে নিতে শিশুকে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১১: ০৯
Thumbnail image

গোপালগঞ্জের মুকসুদপুরে কানে থাকা সোনার দুল ছিনিয়ে নিতে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। 

নিহত নন্দিনী বিশ্বাস (৯) উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের বিজন বিশ্বাসের মেয়ে ও নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। 

বিজন জানান, মেয়ে নন্দিনী বাড়িতে একা ছিল। বেলা ১১টার দিকে তাঁর স্বজন কৃষ্ণবর ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন। পরে সেখানে গিয়ে তিনি নন্দিনীকে অচেতন অবস্থায় পান এবং দেখেন কানে থাকা দুলগুলো নেই। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রায়হান ইসলাম শোভন বলেন, মেয়েটির গলায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি অস্বাভাবিক মৃত্যু মনে হওয়ায় থানায় খবর দেই।

মুকসুদপুর থানার উপপরিদর্শক খায়রুল বাশার জানান, সুরতহাল রিপোর্টে মেয়েটির নাক ও দুই কানে রক্ত এবং গলায় কালচে চিহ্ন উল্লেখ করা হয়েছে। লাশ থানায় আছে। আজ সোমবার ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত