Ajker Patrika

হত্যা মামলার আসামিকে নৌকার মনোনয়ন, ক্ষোভ

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৩: ২৬
হত্যা মামলার আসামিকে  নৌকার মনোনয়ন, ক্ষোভ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চনকে ফের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তিনি গৃহকর্মী মারুফা হত্যা মামলার আসামি। হত্যা মামলার আসামিকে আওয়ামী লীগ মনোনয়ন দেওয়ায় এলাকায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

জানা গেছে, গত সোমবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড উপজেলার সিংধা ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চনকে দলের মনোনয়ন দেওয়া হয়। মনোনয়নের তালিকা প্রকাশ হওয়ার পরপরই নিজ উপজেলাসহ আশপাশের উপজেলার নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তাদের অনেকে গৃহকর্মী মারুফা হত্যার সংবাদের কপি ফেসবুকে পোস্ট দিয়েও প্রতিবাদ জানান। পাশাপাশি তাঁর মনোনয়ন বাতিল করে ক্লিন ইমেজের কাউকে এই পদে মনোনয়ন দেওয়ার দাবি তোলেন।

এদিকে বিতর্কিত এই চেয়ারম্যানকে দলীয় মনোনয়ন দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। ক্ষুব্ধ নেতা-কর্মীরা কাঞ্চন চেয়ারম্যানের মনোনয়ন বাতিল চেয়ে গতকাল মঙ্গলবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন বোর্ডের সভাপতি বরাবর লিখিত অভিযোগ জমা দেন। লিখিত অভিযোগের সঙ্গে চেয়ারম্যানের বিগত সময়ের নানা অপকর্মের প্রমাণাদি জমা দেন।

এ বিষয়ে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বলেন, উপজেলা থেকে আমরা কাঞ্চন চেয়ারম্যানসহ সাতজনের নাম পাঠিয়েছি। তবে কাঞ্চন চেয়ারম্যান যে, ‘খুনের আসামি’ এ কথাটি তাঁর নামের পাশে এ বিষয়টি লিখে দেওয়া হয়েছিল। জানা গেছে, ২০২০ সালের ৯ মে বারহাট্টা উপজেলার সিংধা ইউপি চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনের মোহনগঞ্জ বাসার গৃহকর্মী কিশোরী মারুফা আক্তার (১৪) আত্মহত্যা করেছে বলে চেয়ারম্যান নিজেই লাশ নিয়ে হাসপাতালে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত