Ajker Patrika

শিক্ষায় শতবর্ষের ইতিহাসের সাক্ষী

কুমিল্লা প্রতিনিধি
শিক্ষায় শতবর্ষের ইতিহাসের সাক্ষী

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম শিক্ষা জাদুঘর। বিদ্যালয় প্রতিষ্ঠাকালে অর্ধশতবর্ষী মাটির তৈরি মূল ভবনটি সংস্কার করে এ শিক্ষা জাদুঘর চালু করা হয়।

গতকাল বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে জাদুঘরটি উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের সূর্যনগর এলাকায় ১৯৭১ সালে রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয় বাঁশের বেড়া ও ছনের ছাউনির একটি ভবন দিয়ে। ১৯৭৩ সালে মাটির স্কুল ভবনটি নির্মাণ করা হয়। সেই থেকে ১৯৯৪ সালে পাকা ভবন নির্মাণ করার আগ পর্যন্ত পাঠদান হতো এ মাটির ভবনটিতে। এখন স্কুলে তিনটি নতুন ভবন হয়েছে। দৃষ্টিনন্দন গেট আছে। এদিকে পরিত্যক্ত মাটির ভবনটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই ভবনে জাদুঘর করার ঘোষণার পর বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি প্রাচীন শিক্ষাসামগ্রী এখানে জমা দিয়েছেন।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনেক স্মৃতিবিজড়িত বিদ্যালয়ের পুরোনো ভবটি সংস্কার করে শিক্ষা জাদুঘর করতে উপজেলা প্রশাসন দীর্ঘ ছয় মাস কাজ করেছেন। এখানে ১৯৩৮ সাল থেকে শুরু করে অনেক পুরোনো শিক্ষাসামগ্রী রয়েছে। যেগুলো এখন হারিয়ে গেছে। সে সামগ্রীগুলো শিক্ষার্থীরা দেখবে-জানবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

জোটের প্রার্থীদের ইচ্ছেমতো প্রতীক চেয়ে আইন উপদেষ্টাকে বিএনপির লিখিত আবেদন

এলাকার খবর
Loading...