Ajker Patrika

ইউএনওর মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৩: ৪৬
Thumbnail image

পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিশিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে বোদা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এদিকে বিষয়টি জানাজানির পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, উপজেলার সব ইউপি চেয়ারম্যান ও সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।

ইউএনও সোলেমান আলী আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে অবহিত হওয়ার পর থেকে সবাইকে সচেতন করা ছাড়াও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতারক চক্রটি প্রথমে বোদা উপজেলার সাকোয়া ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানকে মোবাইলে ফোন দিয়ে একটি সরকারি প্রকল্প চেয়ারম্যানকে বরাদ্দ দেওয়ার জন্য দ্রুত একটি নম্বরে যোগাযোগ করতে বলে। চেয়ারম্যান বিষয়টি বুঝতে পেরে এবং ফোনে আওয়াজ ভিন্ন শুনে প্রশাসনকে জানায়। একইভাবে উপজেলার বড়শশী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমকে একই কথা বলে ফোন দেয় চক্রটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত