Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘনের অপরাধে যুবক শ্রীঘরে

ভোলা প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৪: ০৬
আচরণবিধি লঙ্ঘনের অপরাধে যুবক শ্রীঘরে

ভোলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মহড়া দেওয়ার অপরাধে সোহাগ (২৮) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান এ কারাদণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, শুক্রবার রাতে একদল দুষ্কৃতকারী শিবপুর ইউনিয়নের চাউলতাতলা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিলেন। এ সময় তাঁদের ধাওয়া করে সোহাগ নামে একজনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি গুলতি ও বেশ কিছু মারবেল জব্দ করা হয়।

উল্লেখ্য, গত কয়েক দিনে শিবপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জসিমউদদীন ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সিরাজ উদ্দিন রাকিবের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছিল। গতকাল শনিবার ওই ইউপিতে থমথমে অবস্থা বিরাজ করতে দেখা গেছে। রতনপুর বাজারে নৌকা প্রার্থী ও শিবপুরে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের অবস্থান এবং মহড়া দিতে দেখা গেছে। ভোলা সদরের শিবপুর ইউপিসহ ১২ ইউপিতে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে ওসি এনায়েত হোসেন জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত