Ajker Patrika

ঘর দেওয়ার কথা বলে জমি লিখে নিলেন সাবেক ইউপি সদস্য

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২০ জুলাই ২০২২, ১৪: ০০
ঘর দেওয়ার কথা বলে জমি লিখে নিলেন সাবেক ইউপি সদস্য

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাইরুন্নেছা (৬০) নামের এক বৃদ্ধাকে সরকারি ঘর দেওয়ার কথা বলে বাড়ির জায়গা লিখে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ইউপি সদস্য সুরুজ মিয়ার বিরুদ্ধে। পরে জায়গার ওপর গেলে ওই বৃদ্ধাকে মারধর করেন সুরুজ মিয়া।

গত সোমবার রাতে এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন খাইরুন্নেছা। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান।

অভিযোগেের বিবরণ অনুযায়ী, উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের মৃত কিতাব আলীর স্ত্রী খাইরুন্নেছা (৬০) তাঁর ১০ শতাংশ জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। এ অবস্থায় সরকারি একটি পাকা ঘর দেবে বলে প্রতারণার মাধ্যমে সাবেক ইউপি সদস্য সুরুজ মিয়া ওই নারীর জায়গা লিখে নেন। জায়গা লিখে নেওয়ার পর সুরুজ মিয়া ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে ঘর পরে করে দেওয়া হবে জানিয়ে খাইরুন্নেছাকে বাড়িতে পাঠিয়ে দেন। পরে এ নিয়ে সালিস হয়।

গত শুক্রবার সকালে সুরুজ মিয়া তাঁর লোকজন নিয়ে বৃদ্ধা খাইরুন্নেছার জায়গায় গাছ লাগাতে আসেন। এ সময় বৃদ্ধা ও তার ভাইয়ের সন্তানরা গাছ লাগাতে বাঁধা দিলে তাদের লাঠি দিয়ে মারধর করে।

খাইরুন্নেছা বলেন, ‘সুরুজ মেম্বার আমার সঙ্গে প্রতারণা করেছে। আমার ভাতিজিদেরকে মারধর করেছে। আমি এর বিচার চাই’।

বিষয়টি জানতে সুরুজ মেম্বারের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রী রোকেয়া বেগম বলেন, ‘আমরা আমাদের ক্রয়কৃত জমিতে গাছ লাগাতে গিয়েছিলাম। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত