Ajker Patrika

সাঙ্গু নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু নিখোঁজ ২

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৯: ১৯
সাঙ্গু নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু নিখোঁজ ২

বান্দরবানের খরস্রোতা সাঙ্গু নদীতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার দুপুরে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন এলাকায় এই ঘটনা ঘটে।

নদীতে ডুবে মারা যাওয়া পর্যটকের নাম মারিয়া ইসলাম (১৯)। নিখোঁজ দুজন হলেন আহনাফ আকিব (২২) ও মারিয়া বিনতে জহির (১৭)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, গত বুধবার নারায়ণগঞ্জ থেকে ১০ সদস্যের একটি দল বান্দরবান বেড়াতে আসে। গতকাল তারা নৌকায় চড়ে নদী ভ্রমণে যান। তারাছা ইউনিয়নের লেমুঝিরি বাদুড় ঝর্ণা পয়েন্টে এসে পর্যটকেরা নদীতে গোসল করতে নামেন।

এ সময় শেখ মুছাইয়াত তানিশ (১৮) নামের একজন স্রোতে ভেসে গিয়ে ডুবে যেতে থাকে। তার চিৎকার শুনে অন্যরা তাকে উদ্ধার করতে গেলে আরও ৮ জন স্রোতে ভেসে যায়। তানিশসহ ছয়জন কোনোভাবে সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য তিনজন ভেসে যান।

পরে আশপাশের লোকজন ছুটে এসে বাকি তিনজনের মধ্যে মারিয়া ইসলামকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডুবে যাওয়া অন্য দুজনের এখনো খোঁজ পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত