আজকের পত্রিকা
ছিটমহল বিলোপের সপ্তম বর্ষপূর্তি উদ্যাপনে গত রোববার রাত ও গতকাল সোমবার সীমান্তবর্তী এলাকাগুলোতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
পঞ্চগড়: জেলার বিলুপ্ত ৩৬টি ছিটমহলের বাসিন্দারা দিবসটি উদ্যাপন করেছেন। এ উপলক্ষে গতকাল দুপুরে সদর উপজেলার গাড়াতি ছিটমহল এলাকার মফিজার রহমান কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ, কেক কাটা, দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। এর আগে কলেজ মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে গাড়াতি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান ও ছিটমহল আন্দোলনের নেতা মফিজার রহমানসহ বিলুপ্ত ছিটমহলের সহস্রাধিক বাসিন্দা।
বোদা (পঞ্চগড়): দিনের প্রথম প্রহরে ছিটমহল এলাকার প্রায় প্রতিটি বাড়িতে প্রদীপ প্রজ্বালন করা হয়। গতকাল সকালে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ১১টি সাবেক ছিটমহলে আনন্দ শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া করা হয়।
সাবেক পুটিমারী ছিটমহলের সভাপতি তসলিমদ্দীন বলেন, ‘আগস্ট মাসের কারণে আমরা অনুষ্ঠান কিছুটা সংক্ষিপ্ত করেছি। তবে আগামী মাসে সুবিধাজনক সময়ে বড় একটি অনুষ্ঠান করা হবে।’
ফুলবাড়ী (কুড়িগ্রাম): দাশিয়ারছড়ার কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত রোববার রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্বালন ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সাঈদ লোবান ও সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান বাবু।
এ ছাড়া বিশেষ মোনাজাত করা হয়। পরে ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে দেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে গতকাল সকালে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রা, নৌকা বাইচসহ বিভিন্ন খেলাধুলা। পাশাপাশি দাশিয়ারছড়ার বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
লালমনিরহাট: রোববার রাতে ভিতরকুটি-বাঁশপচাই বিলুপ্ত ছিটমহলে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমানের সভাপতিত্বে এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, বিলুপ্ত ছিটমহলের নেতা মইনুল হক ও হারুন অর রশিদ বক্তব্য দেন। বিলুপ্ত ছিটমহল বড়খেঙ্গিতেও রাতে অনুষ্ঠান হয়।
এর আগে দুপুরে বিলুপ্ত বাঁশকাটা ছিটমহলে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন প্রধান অতিথি হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। এতে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, বিলুপ্ত ছিটমহলের নেতা মইনুল হক, গোলাম মোস্তফা, নজরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
ছিটমহল বিলোপের সপ্তম বর্ষপূর্তি উদ্যাপনে গত রোববার রাত ও গতকাল সোমবার সীমান্তবর্তী এলাকাগুলোতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
পঞ্চগড়: জেলার বিলুপ্ত ৩৬টি ছিটমহলের বাসিন্দারা দিবসটি উদ্যাপন করেছেন। এ উপলক্ষে গতকাল দুপুরে সদর উপজেলার গাড়াতি ছিটমহল এলাকার মফিজার রহমান কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ, কেক কাটা, দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। এর আগে কলেজ মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে গাড়াতি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান ও ছিটমহল আন্দোলনের নেতা মফিজার রহমানসহ বিলুপ্ত ছিটমহলের সহস্রাধিক বাসিন্দা।
বোদা (পঞ্চগড়): দিনের প্রথম প্রহরে ছিটমহল এলাকার প্রায় প্রতিটি বাড়িতে প্রদীপ প্রজ্বালন করা হয়। গতকাল সকালে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ১১টি সাবেক ছিটমহলে আনন্দ শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া করা হয়।
সাবেক পুটিমারী ছিটমহলের সভাপতি তসলিমদ্দীন বলেন, ‘আগস্ট মাসের কারণে আমরা অনুষ্ঠান কিছুটা সংক্ষিপ্ত করেছি। তবে আগামী মাসে সুবিধাজনক সময়ে বড় একটি অনুষ্ঠান করা হবে।’
ফুলবাড়ী (কুড়িগ্রাম): দাশিয়ারছড়ার কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত রোববার রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্বালন ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সাঈদ লোবান ও সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান বাবু।
এ ছাড়া বিশেষ মোনাজাত করা হয়। পরে ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে দেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে গতকাল সকালে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রা, নৌকা বাইচসহ বিভিন্ন খেলাধুলা। পাশাপাশি দাশিয়ারছড়ার বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
লালমনিরহাট: রোববার রাতে ভিতরকুটি-বাঁশপচাই বিলুপ্ত ছিটমহলে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমানের সভাপতিত্বে এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, বিলুপ্ত ছিটমহলের নেতা মইনুল হক ও হারুন অর রশিদ বক্তব্য দেন। বিলুপ্ত ছিটমহল বড়খেঙ্গিতেও রাতে অনুষ্ঠান হয়।
এর আগে দুপুরে বিলুপ্ত বাঁশকাটা ছিটমহলে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন প্রধান অতিথি হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। এতে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, বিলুপ্ত ছিটমহলের নেতা মইনুল হক, গোলাম মোস্তফা, নজরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪