Ajker Patrika

বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৬

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৭: ৪৫
বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৬

লক্ষ্মীপুরের কমলনগরে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভায়রার মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার তোরাবগঞ্জ বাজার এলাকার অদুদ মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় দুই ভায়রা ভাই মো. শাহজাহান ও মাস্টার আবু বকর ছিদ্দিকসহ ৬ জন আহত হন। এর মধ্যে মো. শাহজাহানকে নোয়াখালী সদর হাসপাতাল ও মাস্টার আবু বকর ছিদ্দিককে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মরহুম আবদুল অদুদ মাস্টারের মেয়েদের মধ্যে বণ্টন করা জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা রয়েছে। সালিস বৈঠকও হয়েছে। ঘটনার সময় মাস্টার আবু বকর ছিদ্দিক তাঁর দুই ছেলে ডা. দাউদ সিদ্দিকী ও ডা. মাসুদ সিদ্দিকীকে নিয়ে তোরাবগঞ্জ বাজারে বিরোধপূর্ণ ওই সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গেলে ভায়রা ভাই শাহজাহান ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার এবং ছেলে রাকিবুল হাসানদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এ সময় মাস্টার আবু বকর ছিদ্দিক কানে এবং মো. শাহজাহানের চোখে মারাত্মক জখমসহ উভয় পক্ষের আরও ৪ জন আহত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত