Ajker Patrika

গ্যাস বিস্ফোরণে শিশু পূর্ণিমার জীবনে আঁধার

আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭: ৫১
Thumbnail image

মাত্র দুই মাস আগে সিলেট থেকে মা মঙ্গলা রানীর কাছে জীবিকার তাগিদে নারায়ণগঞ্জের ফতুল্লার লালখা এলাকায় আসে শিশু পূর্ণিমা (১০)। এক বছর আগে সে বাবাকে হারায়। শুক্রবার ভোরে ভয়ংকর গ্যাস বিস্ফোরণে মাকেও হারিয়ে একা হয়ে গেছে পূর্ণিমা। নিজেও হয়েছে আহত।

শুক্রবার সকালে মায়ের সঙ্গে কবিরাজ বাড়ি যাওয়ার পথেই বিকট বিস্ফোরণে পাশের বাড়ির দেয়াল ভেঙে উড়ে এসে আঘাত করে পূর্ণিমা ও তার মাকে। তার পা ভেঙে যায়। কিন্তু মা মঙ্গলী রানীর মাথায় আঘাত লাগলে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। মায়ের মৃত্যুর খবরে হতবিহ্বল হয়ে পড়ে পূর্ণিমা। ‘আমার মাকে এনে দেন’-এমন বিলাপে ভারী হয়ে উঠেছে বাতাস। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষাও যেন হারিয়ে ফেলেছে স্বজনেরা।

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি পোশাক কারখানায় কাজ করতেন মঙ্গলী রানী। দুই মেয়ে ও শাশুড়িকে নিয়ে থাকতেন ফতুল্লার শিয়াচরে একটি ভাড়া বাসায়। তাঁদের গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জে। স্বামীর মৃত্যুর পর জীবিকার খোঁজে এক বছর আগে ফতুল্লায় আসেন মঙ্গলী। দুই মাস আগে বাড়ি থেকে তাঁর ছোট বোন স্বর্ণিমা (৬) ও দাদিকে সঙ্গে নিয়ে মায়ের সঙ্গে থাকতে চলে আসে পূর্ণিমা। চারজনের সংসার সামলাতে হিমশিম খাচ্ছিলেন মঙ্গলী। সংসারের খরচ জোগাতে মায়ের সঙ্গে পূর্ণিমাও পোশাক কারখানায় কাজে যোগ দেয়।

শিশু পূর্ণিমার খালা জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত লালখার প্রয়াত মোক্তার মেম্বারের বাড়ির থেকে প্রায় ৫০ গজ পূর্বে অবস্থিত মাঝারুলদের বাড়ির একটি জরাজীর্ণ কক্ষে মেয়ে পূর্ণিমাকে নিয়ে মাসে আড়াই হাজার টাকায় ভাড়া থাকতেন মঙ্গলী রানী বিশ্বাস। হোসিয়ারিতে কাজ করা শিশু পূর্ণিমার শরীরে ধরা পড়েছে জন্ডিস রোগ। তা সারাতে শরণাপন্ন হয়েছিলেন পাশের এলাকার এক কবিরাজের কাছে। প্রতিদিন বাড়ির লোকজন পূর্ণিমাকে ওই কবিরাজের কাছে নিয়ে গেলেও গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় পূর্ণিমাকে নিজেই সঙ্গে করে কবিরাজের বাড়ি নিয়ে যাচ্ছিলেন মঙ্গলী রানী বিশ্বাস। পথিমধ্যে লালখার মোক্তার মেম্বারের বাড়ির সামনে আসা মাত্রই নিচতলা থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নিচতলার দেয়ালের অংশ উড়ে এসে মঙ্গলী রানীর মাথায় আঘাত করে। হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত