Ajker Patrika

বিমানবন্দরের লিফটে আটকা পড়া চার যাত্রী উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১০: ৪০
বিমানবন্দরের লিফটে আটকা পড়া চার যাত্রী উদ্ধার

কক্সবাজার বিমানবন্দরের লিফটের ভেতরে আটকা পড়েছিলেন ঢাকাগামী ৪ যাত্রী। এরপর ১ ঘণ্টার প্রচেষ্টায় দরজা ভেঙে লাউঞ্জের লিফট থেকে তাঁদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

যাত্রীরা হলেন বিপ্লব কুমার মহাজন, টুম্পা রানী বিশ্বাস, আন্তরিক মহাজন ও ঈমানা মহাজন। তাঁরা সবাই ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রী ছিলেন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদাত হোসাইন জানিয়েছেন, লিফটে আটকে পড়া ৪ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁরা ইউএস-বাংলার ফ্লাইটেই ঢাকায় ফিরেছেন। এ ছাড়া ওই লিফটের যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হোসেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, লাউঞ্জের লিফটটি অনেক পুরোনো। দীর্ঘদিন মেরামতের অভাবে সেটি ত্রুটিপূর্ণ হয়ে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত