Ajker Patrika

কনার গাওয়া গানে পড়শীর অভিনয়

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১০: ২৮
কনার গাওয়া গানে পড়শীর অভিনয়

বাংলা গানের দুই জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার কনা ও সাবরিনা পড়শী। অডিও, লাইভ কনসার্ট কিংবা সিনেমার প্লেব্যাক—সবক্ষেত্রেই সমান জনপ্রিয় তাঁরা। কনা তাঁর সংগীতজীবনে বহু নাটকে গান গেয়েছেন। সেসব গানের দৃশ্যে অনেক জনপ্রিয় অভিনেত্রী হাজির হয়েছেন। তবে এবার ঘটল ব্যতিক্রম কিছু। ‘তোকে ছাড়া আমি’ নামের একটি গানে কণ্ঠ দিলেন কনা। আর তার দৃশ্য ধারণে অংশ নিয়েছেন আরেক সংগীতশিল্পী পড়শী।

গানের বাইরে সম্প্রতি অভিনেত্রী হিসেবেও দেখা যাচ্ছে পড়শীকে। এবার ঈদে ‘শাদি মোবারক’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। মাহমুদ মাহিন রচিত ও পরিচালিত এ নাটকের জন্য তোকে ছাড়া আমি গানটি গেয়েছেন কনা। নাটকটি এরই মধ্যে প্রচার হয়েছে এটিএন বাংলায়। এ নাটকে কনার গাওয়া গানটির অংশবিশেষ ব্যবহৃত হয়েছে। তবে পুরো গানটি ভিডিও আকারে আলাদাভাবে প্রকাশ পাবে। গত বুধবার রাতে আহমেদ রিজভীর লেখা ও আভরাল সাহিরের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা।

কনাকনা বলেন, ‘আমি আসলে জানতাম না যে গানটি পড়শীর লিপে যাবে। বিষয়টি জানার পর আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। এর আগে মেহজাবীন, তানজিন তিশা বা অন্য কোনো অভিনেত্রীর অভিনীত নাটকের গান গাইবার সময় যে শ্রম দিয়েছি, পড়শী অভিনীত নাটকের ক্ষেত্রেও ঠিক একই রকম শ্রম দিয়েছি।’ তোকে ছাড়া আমি গানে কনার সহশিল্পী আভরাল সাহির।

পড়শী বলেন, ‘নাটকটির শুটিংয়ের সময় আমি, পরিচালক ও সহশিল্পী ফারহান—সবাই একসঙ্গে বসে সিদ্ধান্ত নিই, গানটি কনা আপুকে দিয়েই গাওয়াতে হবে। তিনি আমার ভীষণ প্রিয় একজন শিল্পী। আমার কাছে মনে হয়েছে, এই গানের জন্য কনা আপুর ভয়েসই পারফেক্ট হবে, আমার সঙ্গে মানাবেও বেশ।’

পড়শী জানিয়েছেন, শাদি মোবারক নাটকটিতে পরিচালকের নির্দেশে তাঁকে স্ক্রিপ্ট ছাড়াই অভিনয় করতে হয়েছে, যা ছিল তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং। নাটকটি টিভিতে প্রচারের পর বৃহস্পতিবার থেকে সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে। একই চ্যানেলে চলতি সপ্তাহে প্রকাশ পাবে তোকে ছাড়া আমি শিরোনামের পুরো গানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত